জনাব নারায়ন চন্দ্র সাহা, চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার হিসেবে সিএএফও/আইআরডিতে ২৯/০৭/২০২০ খ্রি: তারিখে যোগদান করেন। এ কার্যালয়ে সিএএফও হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার হিসেবে সিএএফও/তথ্য মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।
তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস অডিট এন্ড একাউন্টস ক্যাডারের ২৫তম ব্যাচে কর্মকর্তা। জনাব নারায়ন চন্দ্র সাহা, ০১ জানুয়ারী/১৯৮০ খ্রি: রাজবাড়ী জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিবিএ এবং এমবিএ ডিগ্রী অর্জন করেন।
অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্টে জনাব নারায়ন চন্দ্র সাহা, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে সিএI /সিএন্ডএজি, পিএসসি ও নির্বাচন কমিশন এবং পরিচালক হিসেবে রেলওয়ে অডিট অধিদপ্তর ও পার্বত্য চট্টগ্রাম, পল্লী উন্নয়ন ও স্থানীয় প্রতিষ্ঠান অডিট অধিদপ্তর, ফিন্যান্স কন্ট্রোলার হিসেবে বাংলাদেশ আর্মি (বিবিধ), উপ-পরিচালক হিসেবে পারফরমেন্স অডিট ও ফিমা এবং সহকারী হিসাব মহানিয়ন্ত্রক হিসেবে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন।